আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5166

সালাত

প্রকাশকাল: 22 মার্চ 2020

প্রশ্ন

জেলখানায় সালাত আদায়ের নিয়ম কি যদি কর্তৃপক্ষ সালাতের সময় বিঘ্ন ঘটায় বা জুলুম করে? বিস্তারিত বলবেন আশা করি।

উত্তর

জেলখানায় নামায বাইরের মতই নামাযের ওয়াক্ত অনুযায়ী পড়তে হবে। যদি কারা কতৃপক্ষ বাধা দেয় তাহলে যখন সময় পায় তখন পড়তে হবে, কাজা হয়ে গেলে কাজা পড়তে হবে। যদি আদৌ না পড়তে দেয় তাহলে কতো দিন বাধা দিয়েছে তা হিসেব করে পরে কাজা করতে হবে। বাধাপ্রাপ্ত ব্যক্তি তো অক্ষম, ইসলাম এই অবস্থায় সময়মত নামায পড়তে না পারলে কাউকে অভিযুক্ত করে না।