আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5162

সালাত

প্রকাশকাল: 18 মার্চ 2020

প্রশ্ন

আমার প্রশ্ন হচ্ছে, নামাজে একই রাকাতে কোরানের সিকোয়েন্স অনুযায়ী পরপর দুটি সুরা না পড়ে একটির পরে অন্য আরেকটি সুরা পড়া যাবে কিনা? উদাহরন স্বরূপ- একই রাকাতে সুরা কাফিরুনের পর সুরা নছর না পড়ে সুরা লাহাব বা সুরা ইখলাস পড়া যাবে কিনা?
আশা করি উত্তর দিবেন। যাযাকাল্লাহু খায়ের।

উত্তর

জ্বী, পড়া যাবে। সমস্যা নেই।