আমি কথাবার্তা বলার সময় জল, স্নান(সংস্কৃত) সহ বেশ কিছু বাংলা শব্দ ব্যবহার করি যা বাংলা ভাষার প্রতি ভালবাসার কারণেই বলে থাকি,কিন্তু তা আপাত দৃষ্টিতে হিন্দু সম্প্রদায়ের সাথে মিলে যায় আর নবী (সঃ) বলেছেন তোমরা অন্য সম্প্রদায়ের অনুকরণ করো না। এখন ঐ বাংলা শব্দ গুলো ব্যবহার করলে ঈমানের কোন ক্ষতি হবে কি?