একাধিক হাদিসে আছে যে, দোয়া কবুল হওয়ার উত্তম সময় সিজদায় আল্লাহর কাছে দোয়া করা। এইখানে আমার প্রশ্ন হল- সিজদায় কি আমি নিজের জন্য ব্যতীত অন্যের জন্যও দোয়া করতে পারব? যেমন আমার মাতা-পিতার জন্য?
উত্তর
জ্বী, সকলে জন্য দুআ করতে পারবেন। কুরআন-হাদীসে বর্ণিত দুআ আরবীতে পাঠ করবেন।