আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5150

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 মার্চ 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি মুন্সীগন্জ থেকে বলছি। আমরা চার ভাই। আমার বড় দুই ভাই কিস্তিতে টাকা নিয়ে গাড়ি কিনে ইনকাম করে ঘরে খাবার দেয়। যেহেতু আমার অন্যভাবে খাবারের ব্যবস্হা নেই । তাই ওই কিস্তির টাকা দিয়ে কেনা গাড়ির ইনকাম আমাদের জন্য কি হালাল হবে। দয়া করে জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে তাদের টাকায় খাওয়া আপনার উচিত নয়। আপনার জন্য উচিত হলো নিজের খাবার নিজে ব্যবস্থা করা। তবে হারা হবে না। বিস্তারিত জানতে https://islamqa.info/ar/answers/273601/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D8%AE%D8%B0-%D8%A7%D8%AC%D8%B1%D8%A9-%D8%B9%D9%85%D9%84-%D9%85%D8%A8%D8%A7%D8%AD-%D9%85%D9%86-%D8%B4%D8%AE%D8%B5-%D9%85%D8%B1%D8%A7%D8%A8-%D8%A7%D9%88-%D9%8A%D8%B9%D9%85%D9%84-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%A8%D9%86%D9%83-%D8%A7%D9%84%D8%B1%D8%A8%D9%88%D9%8A