আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5148

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 মার্চ 2020

প্রশ্ন

আমার প্রশ্ন হলো… ইসলাম/শরীয়ত কি এই পৃথিবীতে ১,৪০০ বছর আগে এসেছে নাকি ইসলাম আমাদের পূর্বপুরূষ হযরত আদম (আঃ) এর সময় থেকে এসেছে! মূলত ধর্মের সূচনা কোথা থেকে!

উত্তর

আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর সাথে কাউকে শিরক না করা এই তাওহীদ আদম আ. এর সময় থেকেই ছিলো। তবে সব যুগে শরীয়া আঈন, ইবাদত এক রকম ছিলো না। অর্থাৎ ইসলাম প্রথম থেকেই ছিল, তবে ইসলামের নির্দেশনাগুলো সব যুগে এক রকম ছিল না। যেমন, বর্তমানের সালাতের মত ৫ ওয়াক্ত সালাত আগে ছিল না, এমন রোজাও আগে ছিলো না। তবে ইমান তথা তাওহীদের বিষয়গুলো সব যুগেই ছিল।