আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5146

হালাল হারাম

প্রকাশকাল: 2 মার্চ 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। পরিবারের মধ্যে যদি কারোর আনঅফিশিয়াল মোবাইল থাকে অর্থাৎ যেটার কর ফাকি দিয়ে আনা হয়েছে ওই মোবাইল কি আমি আমার কোনো কাজ যেমন কোচিং এর ফি দেয়া,খাতা পিডিএফ করা ইত্যাদি করতে পারব?দয়া করে জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই সব কাজে ব্যবহার করতে পারবেন। কর ফাঁকি দেয়া অপরাধ। এসব কাজ করলে সমস্যা হবে না আশা করি।