আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5143

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 ফেব্রু. 2020

প্রশ্ন

আমার স্ত্রী ইসলামের ফরয কাজ কাজগুলো ঠিকমত পালন করেনা। বরং সে আরও শির্ক বিদাতে লিপ্ত। সে পীরপন্থী। আমি তাকে ফরয কাজগুলো করতে উপদেশ দেই। কিন্তু সে তা করে না। তার পরিবারও তাকে এ ব্যাপারে কিছু বলেনা। আমার প্রশ্ন হলো তার ফরয কাজ না করা,শির্ক বিদাতে লিপ্ত হওয়ার জন্য আমি দায়ী হবো কিনা।

উত্তর

এইসব পাপ কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে যদি আপনার কোন ভূমিকা না থাকে তাহলে আপনি দায়ী হবেন না। তবে আপনার জন্য আবশ্যক হলো তাকে এই পাপ থেকে বিরত রাখার জন্য সাধ্যমত চেষ্টা করা । চেষ্টার পরও ফরজ বিধান যেমন নামায, রোজা না রাখতে চাইলে তার থেকে বিচ্ছন্ন হয়ে যাওয়া প্রয়োজন।