ওয়া আলাইকুমুস সালাম। লাল বাদে অন্য কোন রঙের কাপড় ব্যবহারে কোন সমস্যা নেই। লাল কাপড় ব্যবহার করতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : نَهَى رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَنِ الْمُفْدَمِ. ইবনে উমার থেকে বর্নিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. আমাদেরকে লাল রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৬০১। হাদীসটি সহীহ। এই কারণে অধিকাংশ ফকীহ শুধু লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ বলেছেন।