আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5124

আকীকা

প্রকাশকাল: 9 ফেব্রু. 2020

প্রশ্ন

সামর্থ্য কম থাকায় ছেলে সন্তানের জন্য ১ টি মাত্র ছাগল দিয়ে আকিকা করা যাবে কিনা? আর কত দিনের মধ্যে আকিকা দিতে হবে?

উত্তর

পুত্রসন্তান হলে দুটি ছোট পশু এবং কন্যাসন্তান হলে একটি ছোট পশু আকীকা দিতে হয়। এটাই স্বাভাবিক নিয়ম। এই বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ عَنِ الْغُلاَمِ شَاتَانِ مُكَافِئَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ যার সন্তান হয় আরসে আকীকা দিতে চায় তাহলে সে. পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল এবং কন্যা সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আকীকা দিবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৪৪; সুনানু তিরমিযী হাদীস নং ১৫১৩ । হাদীসটিকে ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। তবে পুত্র সন্তানের পক্ষ থেকেও একটি দিলে হবে। নিচের হাদীসটি লক্ষ করুন: عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে,রাসূলুল্লাহ সা. হাসান এবংহুসাইনের পক্ষ থেকে একটি করে দু্ম্বা আকীকা দিয়েছেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৪৩। হাদীসটিকে শায়খ আলবানী ও শায়খ শুয়াইব আরনাউত রাহ. সহীহ বলেছেন। জন্মের সপ্তম দিনে আকীকা দেওয়া সুন্নাত। পরে যে কোন সময় দেওয়া জায়েজ আছে।