আমি গত সাত দিন যাবত অফিসের কাজে কুমিল্লায় যাচ্ছি। ফজরের নামাজ আদায়ের পর ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হই এবং কাজ শেষে এশার ওয়াক্ত থাকতেই বাসায় ফিরে আসি এবং এশার নামায আদায় করি। এখন আমার প্রশ্ন হলো কুমিল্লায় থাকা অবস্থায় যুহর এবং আসর সালাত কি কসর করতে হবে? ঢাকা থেকে কুমিল্লার দুরত্ব ৭৮ কিমি এর বেশি।