আস-সালামু আলাইকুম। নারীর ব্যবহৃত অলংকারে যাকাতের নিসাব কতটুকু, কি পরিমান অলংকার থাকলে যাকাত দিতে হবে, কতটুকু দিতে হবে দলিল সহ বলবেন দয়াকরে.
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। নারীর ব্যবহৃত অলংকারে যাকাতের আলাদা কোন নিসাব নেই। বরং সাধারণভাবে সোনা-রুপার যে নিসাব সেই নিসাবই ধর্তব্য। আর যাকাতের নিসাব হলো সোনার ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি। নিসাব পরিমান সোনা-রুপার মালিক হওয়ার এক বছর পর আড়াই পার্সেন্ট হারে যাকাত দিতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, বাংলাদেশে উশর বা ফসলের যাকাত গুরুত্ব ও প্রয়োগ; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ২৯-৪৩ পৃষ্ঠা।