সদাকা করার জন্য কি উপার্জন পদ্ধতি হালাল আবশ্যক? আবার, উপার্জন হালাল হলেও বিভিন্নভাবে আমাদের সম্পদ আমাদের উপার্জন বেহালাল হয়ে যেতে পারে, যেমন- ওয়ারিশদের ভাগ বুঝিয়ে না দেয়া, ব্যাংকিং সেবা নেয়া ইত্যাদি।
উত্তর
জ্বী, সকল প্রকার দান-সাদাকার জন্য হালাল সম্পদ আবশ্যক। সম্পদের যে অংশ হারাম হবে সে অংশের সাদকা করলে সওয়াব হবে না, সাদকা হিসেবে কবুল হবে না।