আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5116

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 1 ফেব্রু. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম. আমার প্রশ্নটি হলো,
পুরুষ দের জন্য যেমন ওযু করার সময় (প্রয়োজনে) মোজার উপর দিয়ে পা মাসেহ করার বেপারে একটি মাসআলা আছে, ঠিক তেমনি মেয়েদের বেপারে কি অজুর ক্ষেত্রে এমন কোনো মাসআলা আছে? মোজা এবং হিজাব এর উপর দিয়ে মাথা মাসেহ করা যাবে কি? এই বিষয়টি বিস্তারিত জানালে উপককৃত হবো.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চামড়ার বা মোটা মোজার উপর পরুষ-মহিলা সকলেই মাসেহ করতে পাররে। হিজাব, হাত মোজার উপর মাসেহ করা যাবে না। পা মোজা ছাড়া অন্য কোন কিছুর উপর মাসেহ করা যাবে না।