আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5106

ফিতরা

প্রকাশকাল: 22 জানু. 2020

প্রশ্ন

স্যার আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে,ধরুন আমি একজন ডেন্টাল বিভাগের স্টুডেন্ট, যখন ভর্তি হই তখন ওয়েটিং লিস্টে ছিলাম তাই কিছু টাকা ঘুষ দিয়ে ভর্তি হই, কিন্তু আমি পাশ করার পর যা আয় করব সেটা কি হালাল হবে? এই প্রশ্নের উত্তর খুবই জরুরী। কারন এর মাধ্যমে জান্নাত নসিব নাও হতে পারে

উত্তর

ঘুষ দিয়ে ভর্তি হওয়াটা নিঃসন্দেহ না জায়েজ হয়েছে। তবে পাশ করার পর যে আয় করবেন সেটা হালাল হবে আশা করি।