আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5100

যাকাত

প্রকাশকাল: 16 জানু. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি যাকাত সম্পরকে জানতে চাই, আমাদের এলাকায় যাকাত দেয়া বলতে শাড়ি, লুংগি, গামছা এগুলা দেয়া হয়, তবে আমি জানতে পেরেছি, যাকাত নগদ টাকা দিয়ে আদায় করতে হয়।এক্ষেত্রে যদি টাকা নিতে না চায়( বরং লুংগি, শাড়ি এসব নিতে চায়) তাহলে আমি কিভাবে যাকাত আদায় করব,

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নগদ টাকা, এবং এই পরিমাণ টাকা একজনকে যাকাত হিসেবে দেওয়া উচিৎ যাতে করে সে অর্থনৈতিকভাবে এমন সচ্ছল হয়ে উঠে যে, ভবিষ্যতে তার আর যাকাত নেয়া লাগবে না। কিন্ত আমরা উল্টো করছি, শাড়ি-লুঙ্গি দিচ্ছি, তবে এতে যাকাত আদায় হয়ে যাবে।