আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমি সাবা,বগুড়া থেকে। আমার একটি প্রশ্ন ছিল। তা হলো বাবা মার আয় যদি হারাম হয় তাহলে মেয়ে সন্তানের ইবাদত কি কবুল হবে?কারণ মেয়ে সন্তান তার বিয়ের আগ পর্যন্ত বাবা মার আয়েই সাধারণত চলে । যদিও আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত হারাম থেকে নিষ্কৃতি দেন।