আসসালামু আলাইকুম শায়েক। আমি একটা ভুল করে পেলেছি এখন কি আমার গুনা হবে, না কি হবে না, হলে কি করবো। শায়েক আমি গুনা থেকে বাঁচতে চাই দয়া করে উওর দিবেন। আমি ২০১৫ সালে পরিবারের কাউ কে না জানিয়ে কাজী কাছে গিয়ে বিয়ে করি। তখন আমর বয়স ছিলো ২৫ আর মেয়ে ছিলো ২৩। যেহেতু আমি বিয়ে করেছি তাই আমরা গোপনে ফিজিকাল রিলেশন করতাম। আমরা যে একে ওপরকে পচন্দ এই কথা সবাই জানে কিন্তু বিয়ে কথা কেউ জানে না। মেয়ের পক্ষে কেউ রাজি ছিলো না। শুধু আমার মা রাজি ছিলো। এখন প্রয় ৫ বছর হয়ে গেলো মেয়ে কোন বিয়ে তে রাজি হয় না আর মেয়ের বাবা ও আমর সাথে বিয়ে দিবে না। কয়েকদিন হলো আমার জাপান থেকে ভিসা কাগজ চলে আসছে আমি জাপান যাবো যদি আল্লাহ কবুল করে। এখন মেয়ে তার পরিবার কে রাজি করিয়েছে তারা রাজি কিন্তু মেয়ের বাবা শত হলো ভিসা হলে আমার সাথে বিয়ে দিবে, ভিসা না হয় দিবে না। আমার প্রশ্ন হলো – এখন যদি আবার নতুন করে বিয়ে দেয় তাহলে কি আমার আগের বিয়ে জন্য যে ফিজিকাল রিলেশন করেছি তার জন্য কি কোন গুনা হবে? আমরা এখন কি করোনিয় আশা করি ইসলামের শরিয়া মতে উওর পাবো।