আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5089

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 5 জানু. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি একজন ছাত্র,আমার অনেক সময় শিক্ষা করার জন্য মেয়েদের বিষয় পড়তে হয়। আবার অনেক সময় মেয়েদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে। আবার কেউ বিবাহ নিয়ে লেকচার দিলে,বা মেয়ে ঘনিষ্ঠ ব্যাপার নিয়ে লেকচার দিলেই দেখা যায় আমার মযি বের হয়। দিনে কয়েকবার মযি বের হয়। এমতো অবস্থায় আমি কি করব?
একজন মানুষের তো এতোবার কাপড় পাল্টানো সম্ভব হয়না। কাপড় ও থাকে না এতো গুলো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মজি কাপড়তে লাগলে তো কাপড় পাল্টাতে হবেই। এখন আপনার জন্য আবশ্যক এমন পরিবেশ বর্জন করা যেখানে এটা বের হয়। জীবনে শরীয়াহ মোতাবেক চলতে নুন্যতম যতটুকু পড়াশোনা প্রয়োজন ততটুকু পড়াশোনা করা আপনার উপর আবশ্যক। সুতরাং এমন কোন পড়াশোনা আপনি করতে যাবেন না, যেখানে শরীয়াহ মানা সম্ভব না হয়, কিংবা বাধাগ্রস্থ হয়। বিবাহ এবং মেয়ে ঘনিষ্ট কোন লেকচার আপনি শুনতে যাবেন না। পড়াশোনার প্রয়োজনীয় কথা ছেলে বন্ধুদের থেকে শুনবেন, কোন মেয়ের সাথে কথা বলতে যাবেন না। মেয়েদের সাথে কথা না বললে পড়াশোনার কোন ক্ষতি হবে না।