প্রশ্ন, আসসালামু আলাইকুম আমার প্রশ্ন মূলত তিনটি- ১। জন্মদিন,বিবাহ বার্ষিকী,গায়ে হলুদ,বেবি শাওয়ার বা এধরনের অনুষ্ঠান উপলক্ষে কেউ কেকের অর্ডার করলে তা নেয়া যাবে কিনা?
২। এর দ্বারা উপার্জিত টাকা হালাল হবে কিনা?
৩। কেকের উপর শুভ জন্মদিন,হ্যাপি এ্যানিভার্সিরি এই ধরনের উইশ লেখা যাবে কিনা? উত্তর প্রদান করে সকল সংশয় নিরসন করার জন্য মুফতি সাহেবের নিকট আবেদন করছি।