আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5084

ফারায়েজ

প্রকাশকাল: 31 ডিসে. 2019

প্রশ্ন

আস সালামু আলাইকুম, চাচার কোন পুত্র সন্তান না থাকলে /শুধু কন্যা সন্তান থাকলে ভাইয়ের ছেলেরা সম্পত্তির একটা অংশের পাওনাদার। এই পাওনার পরিমাণ কি চাচার পুরো সম্পদের(চাচা তার নিজে গড়া সম্পদ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের) উপর হিসাব করা হবে নাকি শুধু মাত্র নিজের গড়া সম্পদের উপর বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর হিসাব করা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, পুরো সম্পদ (তার নিজে গড়া সম্পদ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ) থেকে ভাতিজা তাদের অংশ পাবে। মিরাছ পুরো সম্পদ ধরেই হিসাব করতে হয়।