ওয়া আলাইকুমুস সালাম। জানাযার সালাতে শুধু সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা পড়ার কথা হাদীসে নেই। কোন সূরা না পড়ার কথাও হাদীসে আছে। সূরা ফাতিহা চুপে চুপে পড়ার কথাও আছে, স্বশব্দে পড়ার কথাও আছে। তাবিয়ী তালহা ইবনুু আব্দুল্লাহ ইবনুু আউফ বলেন: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ (وَجَهَرَ)… (فَسَأَلْتُهُ) قَالَ لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ (إِنَّهُ مِنْ السُّنَّةِ أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ) আমি ইবনুু আব্বাস রা.-এর পিছনে জানাযার সালাত আদায় করি। তিনি সূরা ফাতিহা পাঠ করেন (সশব্দে)… আমি তাকে প্রশ্ন করলে তিনি বলেন: যেন তারা জানে যে, এটি সুন্নাত (এটি সুন্নাতের অংশ বা সুন্নাতের পূর্ণতার অংশ)। বুখারী (২৯-কিতাবুল জানাইয, ৬৪-বাব ইয়াকরাউ ফাতিহা..) ১/৪৪৮ (ভা ১/১৭৮); তিরমিযী (৮-কিতাবুল জানাইয, ৩৯-বাব..ফিল কিরাআতি..) ৩/৩৪৬ (ভা ১/১৯৮-১৯৯); নাসায়ী ২/৩৭৮ (ভা ১/২১৮)। অন্য হাদীসে আবূ উমামা রা. বলেন: ্রالسُّنَّةُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يَقْرَأَ فِي التَّكْبِيرَةِ الأُولَى بِأُمِّ الْقُرْآنِ مُخَافَتَةً ثُمَّ يُكَبِّرَ ثَلَاثًا وَالتَّسْلِيمُ عِنْدَ الآخِرَةِ সালাতুল জানাযায় সুন্নাত নিয়ম প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা চুপে চুপে পাঠ করা, এরপর তিনটি তাকবীর বলা এবং শেষ তাকবীরের সময় সালাম বলা। হাদীসটি সহীহ। নাসায়ী (কিতাবুল জানাইয, বাবুদ্দুআ) ২/৩৭৮ (ভা ১/২১৮); আলবানী, আহকামুল জানাইয, পৃ. ১১১। অন্য হাদীসে তাবিয়ী নাফী বলেন: ্রإِنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَر كَانَ لَا يَقْرَأُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ আব্দুল্লাহ ইবনুু উমার রা. সালাতুল জানাযায় কুরআনের কিছুই পাঠ করতেন না। হাদীসটি সহীহ। মালিক, আল-মুআত্তা ১/২২৮। অন্য সহীহ হাদীসে আবূ সাঈদ মাকবুরী বলেন, আমি আবূ হুরাইরা রা. কে প্রশ্ন করলাম, সালাতুল জানাযা কীভাবে আদায় করব। তিনি বলেন: ্রفَإِذَا وُضِعَتْ كَبَّرْتَ فَحَمِدْتَ اللهَ وَصَلَّيْتَ عَلَى نَبِيِّهِ ثُمَّ قُلْتَ: اللّهُمَّ…গ্ধ যখন মৃতদেহ রাখা হবে তখন তাকবীর বলবে, অতঃপর আল্লøাহর হামদ-প্রশংসা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সালাত পড়বে, অতঃপর দুআ করবে…। মুহাম্মাদ ইবনুল হাসান, আল-মুআত্তা ২/৯৮। হাদীসটির সনদ সহীহ।