আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5080

হালাল হারাম

প্রকাশকাল: 27 ডিসে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ, কবরের উপর বেড়ে উঠা ফলগাছের ফল খাওয়া যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শায়েখ ড. জাকারিয়া মজুমদার হাফি.কে এই প্রশ্নের উত্তরে বলেছেন, কবরের উপর বেড়ে উঠা ফলগাছের ফল খাওয়া যাবে না। কবরের আশে পাশের গাছের ফল খেতে সমস্যা নেই।