আসসালামু আলাইকুম। রমজানে অনেক সময় সেহরি করার আগে ঘুমে স্বপ্নদোষ হলে তখন আর গোসল করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ফজরের নামাজ কিভাবে আদায় করবো? এটা রোজা ছাড়া ও হলে কিভাবে নামাজ আদায় করবো জানতে চাচ্ছিলাম।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্নদোষ হলে গোসল না করেও সাহরী খাওয়া জায়েজ আছে। তবে নামাযের পূর্বে অবশ্যই গোসলা করতে হবে। তখন আর গোসল করা সম্ভব হয় না এই বক্তব্য গ্রহনযোগ্য নয়, অবশ্যই গোসল করে নামায পড়তে হবে। এই অবস্থায় গোসল ছাড়া নামায আদায় করার কোন সুযোগ নেই।