আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5077

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 24 ডিসে. 2019

প্রশ্ন

টাইলসের মেঝেতে পানি পড়লে শুকনো নাপাক কাপড় দিয়ে মুছলে কি মেঝেও নাপাক হয়ে যাবে? নাপাক পানি যদি ঘরের মেঝেতে অনেক জায়গায় পড়ে ভেজা কাপড় দিয়ে পুরো ঘরের মেঝে মুছলেও তো ঘর ভেজা থাকে। তাহলে কি মেঝে পাক হবে?

উত্তর

ঘরের মেঝেতে নাপাক পড়লে পানি দিয়ে ঘর ভালো করে মুছে ফেললে ভিজা থাকলেও মেঝে পাক হয়ে যাবে। টাইলসের উপর পানি পড়লে পবিত্র কাপড় দিয়ে মুছবেন, নাপাক কাপড় দিয়ে নয়, তবে নাপাক কাপড় দিয়ে মুছলেও নাপাকির কোন আলামত দেখা না গেলে মেঝে নাপাক হবে না। কারণ টাইলস করা মেছে নাপাকী চুষে নিতে পারে না, তাই নাপাকী যে কোনভাবে পরিস্কার করলেই মেঝে পবিত্র হয়ে যাবে।