আমি প্রতিদিন দিনে রাতে বিভিন্ন দোয়া, দুরুদ ও কুরআনের সুরা পড়ি। এভাবে সবসময় দোয়া করা যাবে কিনা,আর এরকম সবসময় দোয়া করা কি সুন্নাতের পরিপন্থী হবে,দয়াকরে জানাবেন।
উত্তর
দিনে-রাতে সবসময় দোয়া, দরুদ ও কোরআন তিলাওয়াতসহ যে কোন ধরণের যিকিরে মশগুল থাকা অনেক বড় সাওয়াবের কাজ। ত বে রাসুল সা. যে সময়ে যে যিকর ও দোয়া করছেন সে সময়ে সে দোয়া ও যিকর করলে অনেক সাওয়াব ও নেকী অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়তে পারেন,প্রফেসর ড.আবদুল্লাহ জাহাঙ্গীর রাহ. লিখিত রাহে বেলায়েত এর শেষ অধ্যায়।