আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5068

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 15 ডিসে. 2019

প্রশ্ন

যদি কোন ব্যক্তি বোতলে পশ্রাব নিয়ে পকেটে রেখে নামাজ আদায় করে নেয় তার নামাজের হুকুম কি?

উত্তর

যে নাপাকী শরীর থেকে আলাদা করা যায় না, এমন নাপাকীসহ নামায হবে। আর যে নাপাকী শরীর থেকে আলাদা করা যায় সেই নাপাকীসহ নামায পড়া যাবে না। আমাদের শরীরে, কাপড়ে, নামাযের স্থানে নাপাকী থাকলে যেমন নামায হবে না, নাপাকী পকেটে থাকলেও সেরকম হবে না। বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/answers/101176/%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%AD%D8%A7%D9%85%D9%84-%D8%A7%D9%84%D9%86%D8%AC%D8%A7%D8%B3%D8%A9