আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5057

আদব আখলাক

প্রকাশকাল: 4 ডিসে. 2019

প্রশ্ন

আমি নতুন স্যার এর কাছে পড়তে গেলাম। বাসাই এসে মা জিজ্ঞাসা করল স্যার কেমন পড়াইল। আমি বললাম ভাল পড়াই নি। আমার কথা শুনলে স্যার অবশ্যই মনে কষ্ট পেত। তবে কি এটা গিবত?

উত্তর

না, এটা গীবত নয়। আপনার পড়াশোনার উন্নতির জন্য আপনার মা ভালো শিক্ষক খুঁজবেন, এটাই স্বাভাবিক। আপনি না বললে তিনি তো জনতেই পারবেন না, আপনার পড়াশোনার অবস্থা।