আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5054

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 ডিসে. 2019

প্রশ্ন

আমি অনার্স ২য় বর্ষের একজন ছাত্র।আমার একটি মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি চাচ্ছি যা হয়েছে, তা আমাদের মাঝেই থাকুক।তাই আমি তাকে বিবাহ করতে চাচ্ছি।মা কে এ বিষয়ে বলেছি, মা বাবা কে বলেছে।বর্তমানে তারা কেউ ই এ বিষয়টি মানতে নারাজ।মা বলছেন মারা গেলেও তাকে আনাবেন না।মেয়েটি নার্সিং এ পড়ে।আমার বাবা তাকে, তার পেশা নিয়ে অনেক বাজে কথা বলেছে।বিগত ৩ বছর ধরে আমাদের পরিচয়। এখন আমাদের করনীয় কী?

উত্তর

এই সম্পর্ক ইসলাম অনুমোদিত নয়। সুতরাং এই অবৈধ সম্পর্ক এখনই শেষ করতে হবে। সব ধরণের যোগাযোগ, কথা-বার্তা বাদ দিতে হবে, এক কথায় এই সম্পর্ক আর রাখা যাবে না। যদি সেটা সম্ভব না হয়, তাহলে এখনই বিবাহ করতে হবে। ছেলেদের বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি আবশ্যক নয়। মেয়ের অভিভাবকের অনুমতি থাকতে হবে।