আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5053

সালাত

প্রকাশকাল: 30 নভে. 2019

প্রশ্ন

আমার বাবা বর্তমানে খুব অসুস্থ। শয্যাশায়ী। সুস্থ অবস্থায় তিনি নিয়মিত নামাজ পড়েছেন। গত ২-৩ বছর যাবত তার স্মরণশক্তি কিছুটা কম ছিলো। উনি নামাজ অনেক সময় একই ওয়াক্তের নামাজ দুই-তিনবারও পড়ে ফেলতো। কখনো কখনো আবার নিয়মিত। আবার কখনো একদমই পড়েনি। এখন তিনি একদমই শয্যাশায়ী। নামাজ পড়তে পারছেন না একদমই। এমতাবস্থায় তার নামাজ নিয়ে আমাদের করনীয় কি? আপনার মতামতের এবং পরামর্শ জানার জন্য অপেক্ষায় রইলাম ।

উত্তর

আল্লাহ আপনার বাবাকে সুস্থ করে দিন। তিনি যদি ইশারায় নামায আদায় করতে পারেন তাহলে শুয়ে শুয়ে (কিবলার দিকে পা দিয়ে শুয়ে) ইশরায় নামায আদায় করবেন। যদি এটাও তার পক্ষে করা সম্ভব না হয়, তাহলে তার নামায মাফ, তাকে নামায পড়তে হবে না। তার নামাযের জন্য আপনাদের কোন করণীয় নেই।