আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5052

বিবিধ

প্রকাশকাল: 29 নভে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ছোটো থাকতে গায়ের রং ফর্সা ছিলো কিন্তু রোদে চলাফেরা, খেলাধুলার কারনে গায়ের রংয়ে কিছুটা কালচে ভাব এসেছে । এজন্য ফেয়ানেস ক্রিম, সিরাম ( ত্বকের কালচে ভাব দূর ও ফর্সা করার জন্য এক ধরনের জলীয় মেডিসিন ) ও সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করার জন্য সানব্লক ক্রিম ব্যবহার করি যেনো ত্বকের কলচে ভাব দূর হয় এবং ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায় । প্রশ্ন হলো, এভাবে skin care বা ত্বকের চর্চা করা কি আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করার শামিল? তবে এ ধরনের পরিবর্তন স্থায়ী নয় কেননা Skin care বা ত্বকের যত্ন নেওয়া বন্ধ করে দিলেই আবার ত্বক বির্বণ হয়ে যাবে ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে ত্বকের চর্চা করাতে কোন সমস্যা নেই।