আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 505

আদব আখলাক

প্রকাশকাল: 18 জুন 2007

প্রশ্ন

Aslamualaikum. ভাত খাওয়ার সময় ডান হাত দিয়ে পানি সূন্নত। কিন্তু পালন না করলে কী গোনা হবে? একই হাতে ভাত খাওয়া আর পানি খেলে পানির পাত্র খারাপ দেখতে হয়। খারাপ দেখা সূন্নাত এর খেলাপ না? এ বিষয়ে একটু বলতেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ডান হাত দিয়ে খাওয়াই সুন্নাত। দুএকবার যদি কেউ বাম হাত দিয়ে পানি পান করে, তাহলে গুনাহ হবে,এটা বলা মশকিল কিন্তু কাজটি যে অনুত্তম এতে কোন সন্দেহ নেই। কিন্তু যদি কেউ নিয়মিত বাম হাতে পান করার অভ্যাস গড়ে তোলে তাহলে তা হবে সুন্নাত বিরোধিতা, আর এমনটি হলে তো গুনাহ হবেই। পানি পান করার সময় ডান হাতের উপরে গ্লাস রেখে বাম হাতে ধরে, পান করা যেতে পারে, তাহলে ডান হাতে পান করছে বলেই ধরা হবে।