ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ডান হাত দিয়ে খাওয়াই সুন্নাত। দুএকবার যদি কেউ বাম হাত দিয়ে পানি পান করে, তাহলে গুনাহ হবে,এটা বলা মশকিল কিন্তু কাজটি যে অনুত্তম এতে কোন সন্দেহ নেই। কিন্তু যদি কেউ নিয়মিত বাম হাতে পান করার অভ্যাস গড়ে তোলে তাহলে তা হবে সুন্নাত বিরোধিতা, আর এমনটি হলে তো গুনাহ হবেই। পানি পান করার সময় ডান হাতের উপরে গ্লাস রেখে বাম হাতে ধরে, পান করা যেতে পারে, তাহলে ডান হাতে পান করছে বলেই ধরা হবে।