আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5040

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 নভে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো-
১.মেয়েরা হাতে-পায়ে কি কি ব্যবহার করতে পারবেনা, আর কি ব্যবহার করতে পারবে?
২.তাহাজ্জুদ এর নামাজ কি ফজরের আযান দেওয়ার আগ পর্যন্ত পড়া যাবে,সিজদায় বাংলা ভাষায় আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা যাবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়েরা প্রাকৃতিক মেহেদী হাতে নিতে পারবে, চামড়ার সাথে মিশে যায় এমন কৃত্তিম মেহেদীও লাগাতে পারবে। তবে শুকিয়ে উঠে যায় এমন মেহেদী লাগাতে পারবে না। ২। জ্বী, ফজরের সময় হওয়া পর্যন্ত তাহাজ্জুদ পড়া যাবে। মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার মত যথেষ্ট দোআ কুরআন ও হাদীসে বিদ্যমান, সুতরাং সালাতের মধ্যে এসব আরবী দুআ শিখে আরবীতে পড়বেন। বাংলা বা অনারবী যে কোন ভাষায় সালাতের মধ্য দুআ পড়া যাবে কিনা তা নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভিন্নতা আছে, সুতরাং অনারবী ভাষায় সালাতের মধ্য দুআ না করার মধ্যে অধিক সাবধানতা। আরবী দুআ শেখার আগ পর্যন্ত বাংলায় পড়বেন, দ্রুত শেখার চেষ্টা করবেন।