আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5038

সালাত

প্রকাশকাল: 15 নভে. 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১. আমার প্রশ্ন হচ্ছে জামাতের নামাজে ইমাম সাহেব ছানা পড়ে তেলাওয়াত শুরু করা অবস্থায় মুক্তাদি জামাতে শরীক হলে মুক্তাদির কি ছানা পড়তে হবে?
২. তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত কি জোরে করা যাবে? যাইলে কতটুকু জোরে করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১. ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলে আর ছানা পড়া যাবে না, নিয়ত করে চুপচাপ তেলাওয়াত শুনবে। ২। জ্বী, তাহাজ্জুদের সালাতে ফরজ সালাতের মতই জোরে পড়া যাবে। قُلْتُ لَهَا: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ، أَيَجْهَرُ أَمْ يُسِرُّ؟ قَالَتْ: كُلَّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ، رُبَّمَا جَهَرَ، وَرُبَّمَا أَسَرَّ সাহাবী আব্দুল্লাহ ইবনে আবী কায়েস বলেন, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলান, রাসূলুল্লাহ সা. এর রাতের তেলাওয়াত কেমন ছিল? জোরে না আস্তে? তিনি বললেন, সব রকমই করতেন, কখনো জোরে, কখনো আস্তে। সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১১৬০। হাদীসটির সনদ সহীহ।