বিবাহে যৌতুক নেয়া জায়েজ নাকি নাজায়েজ? যদি কোন বিবাহে যৌতুক এর মতো লেনদেন হয় সেই বিয়েতে এটেন্ড করা যাবে উচিত হবে কি?
উত্তর
বিবাহে ছেলে মেয়েকে মহর দিবে, এটা ফরজ। মেয়ে পক্ষ থেকে চেয়ে বা চাওয়ার ভান করে যে কোন ধরণের সম্পদ নেয়া সম্পূর্ণ হারাম। যৌতুক নেওয়া হয় এমন বিয়েতে যোগ দেওয়া উচিত নয়।