আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 502

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 জুন 2007

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমার ভাইয়ার সন্তান হবে। ছেলে সন্তান হলে তাকে আযানের ধ্বনি শোনাতে হয় নাকি মেয়ে হলেও? জানলে উপকৃ্ত হব……ভাল থাকবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে হউক অথবা মেয়ে হউক সকল ক্ষেএে আযানের ধ্বনি শোনানো সুন্নাত।