আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5017

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 অক্টো. 2019

প্রশ্ন

হুজুর আসসালামুআলাইকুম ।হুজুর আমার একটা প্রশ্ন ছিল। গর্ভবতী মহিলাদের শরীর বন্ধ দেওয়ার জন্য কি কোন সুতা পরা, পাট পরা বা তাবিজ ব্যবাহার করা যাবে। হাদিস ও কোরআন এর আলোকে কি বলবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও হাদীসে কোথাও সুতা, পাট বা তাবিজ ব্যবহারের অনুুমতি নেই। বিভিন্ন দুআ আছে, সেগুলো পড়ে শয়তান ও রোগ বালা থেকে মুক্ত থাকতে পারে।