আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5013

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর। আমার একটি প্রশ্ন ছিলো…
গত ৮মাস আগে আমার বিবাহিত স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে তার বোন জোড় পূর্বক ভাবে আমার কাছে ডিভোর্স লেটার পাঠায়। অবশ্য আমি কখনও ডিভোর্স এর জন্য সম্মতি দেইনি। পরবর্তীতে আমি আরো জানতে পারি, সে এই ডিভোর্সের পক্ষে তার সম্মমতি ছিলো না। এবং আমি আপনার ইউটিউবে একটা একটা বক্তব্যে জানতে পারি….
স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে না। আরেকটা ব্যাপার আমি ইউটিউবে জানতে পারি, আমাদের বর্তমান রাষ্ট্রিয় আঈনে বিবাহর কাবিন নামার ১৮নাম্বার অনুচ্ছেদে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে। এই ব্যাপারটা আমি কিছুদিন আগেই জেনেছি। এখন হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন❓
আমার স্ত্রী আমার কাছে আসতে চাচ্ছে, কিন্তু আমি এর সঠিক কোনো প্রকার ব্যাখ্যা পাচ্ছি না। দয়াকরে যদি আপনি আমাকে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী সঠিক ব্যাখ্যাটি দিতেন তাহলে আপনার কাছে চিরো কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, আপনার সুস্বাস্থ কামোনা করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী আইন অনুযায়ী স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ার অধিকার রাখে না। তবে স্বামীর অনুমতিক্রমে স্ত্রী নিজের উপর তালাক বা ডিভোর্স নিতে পারে। সুতরাং এই ডিভোর্স লেটারের কারণে ডিভোর্স বা তালাক সংঘটিহ হবে না। আপনারা এক সাথে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবেন।