আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5001

যিকির দুআ আমল

প্রকাশকাল: 9 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১. ইলম অনুযায়ী আমল করা বলতে কি বুঝায় বুঝিয়ে বললে ভালো হয়। কোনো একটা দুয়ার কথা জানলাম বা আমল এর কথা জানলাম কিন্তু সবসময় দেখা যায় আমল টা কন্টিনিউ করা যায়না। আবার অনেক সময় সেটা মুখস্থ করতেও সময় লাগে। এখন যা দুয়া শিখবো সব আমল না করলে কি গুনাহ হবে? ২. সকাল- বিকালের মাসনুন দুয়া গুলো কতক্ষন আমল করা যাবে? সুর্যোদয় বা সুর্যাস্ত এর পর কি দুয়া গুলো পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইলম অনুযায়ী আমল এটা কুরআন-হাদীসের কোন কথা নয়, এটা কোন সঠিক কথাও নয়। একজন মুসলিমকে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় হারাম-হালালের জ্ঞান থাকতে হবে, জায়েজ-না জায়েজের জ্ঞান থাকতে হবে। কোনটা ফরজ, কোনটা সুন্নাত সে সম্পর্কে জানতে হবে। ফরজ ইবাদত আদায়ের প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। সালাতের সূরা- দুয়া মুখস্ত থাকতে হবে, সালাত আদায় করার যথাযথ জ্ঞান থাকতে হবে।এই সব নিত্য-প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। এর বাইরে অন্যান্য জ্ঞান অর্জন করা সকল মুসলিমের জন্য ফরজ নয়, তবে কিছু মুসলিমের জন্য ফরজ। হারাম থেকে বাঁচতে হবে, ফরজ ইবাদত অবশ্যই আদায় করতে হবে। সুন্নাত ও নফল আমল যতটা সম্ভব বেশী বেশী করতে হবে। ২। জ্বী, সুর্যোদয় বা সুর্যাস্ত এর পরও পড়া যাবে।