গোসল ফরজ হয়েছে। কিন্তু গোসল না করে নাপাক বস্তু লাগার যায়গার শরীর ভালো করে ধুয়ে পরিচ্ছন্ন নতুন পোশাক পরলেও সেই পোশাক ও কি নাপাক হয়ে যাবে? যতক্ষন না গোসল করে পাক হওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোন কিছু করলে, পড়লে, বা ধরলে সেগুলোও কি নাপাক হবে?
উত্তর
না, নাপাক হবে না। নাপাক যদি কাপড়ে না লাগে তাহলে কাপড় নাপাক হবে না।