আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4998

সালাত

প্রকাশকাল: 6 অক্টো. 2019

প্রশ্ন

ফজরের নামাজের দুরাকাত সুন্নত পড়ার সময় একামত দিয়ে দেয়,, তাহলে আগে কি সুন্নত পড়বো নাকি, জামাতের সাথে ফরজ আদায় করার পরে,, সুন্নত আদায় করবো,,

উত্তর

সুন্নাত শুরু করার পর যদি একামত দেয়, তাহলে সুন্নাত শেষ করে জামাতে শরীক হবেন। আর যদি সুন্নাত শুরু করার আগেই একমত দিয়ে দেয়, তাহলে একদল আলেম বলেছেন, জামাতে ফরজ আদায় করার পরে সুন্নাত আদায় করবেন। আরেকদল আলেম বলেছেন, যদি এক রাকআত ফরজ পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুন্নাত পড়ে জামাতে শরীক হবে। দলীলসহ বিস্তারিত জানতে রাহে বেলায়াত বইটির সংশ্লিষ্ট পরিচ্ছেদ দেখুন।