আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4995

হালাল হারাম

প্রকাশকাল: 3 অক্টো. 2019

প্রশ্ন

মুহতারাম, Unofficial smart ফোন কেনা কি জায়েজ? যদি জায়েজ না হয় তাহলে তারপরও যদি কিনি এবং কিনে ইসলামিক কাজ করি সেগুলো কি কবুল হবে?

উত্তর

Unofficial ফোন কেনা উচিৎ নয়, কারণ এতে রাষ্ট্র কিছু উপার্জন থেকে বঞ্চিত হয়। ইসলামিক কাজ করলে আশা করি কবুল হবে ইনশাআল্লাহ।