আমার কয়েক বছরের টাকা জমা আছে, আমি বুঝতে না পারার কারণে যাকাত আদায় করতে পারিনি, আমি ভেবেছিলাম আমার টাকা তো সাড়ে সাত ভরি স্বর্ণের নেসাব পরিমাণ হয়নি, এখন বিভিন্ন আলোচনা থেকে জানতে পারছি আমার ধারনাটা ভুল ছিল, এখন আমি বুঝতে পারছি যে আমার যাকাত দেওয়া ফরয, এই পরিমাণটা প্রায় সাত বছর হতে চলল, যে টাকাটা আমার কাছে জমা আছে (এখন অবশ্য ব্যবসার কাজে আছে) এটা বিভিন্ন সময়ের টাকা, দুই বছর আগে আমি আবার কিছু টাকালোন নিয়েছি কোন মৌলিক প্রয়োজনে নয় ব্যবসার কাজে এখন আমি কোন্ টাকার কিভাবে যাকাত আদায় করব কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই আবার আমার তিন ভরির মত স্বর্ণালঙ্কার আছে এটার কি যাকাত দিতে হবে?