আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 4984
সালাত
প্রকাশকাল: 22 সেপ্টে. 2019
আস-সালামুআলাইকুম। আমি কি ফরজ, সুন্নত বা নফল নামাজের বৈঠকে দরুদ ইব্রাহিম এর পরে আল্লাহ্র ইসমে আজম পড়তে পারব? নবী (সাঃ) একটি হাদীসে এই ব্যাপারে বলেছিলেন সেটা আমি স্যার এর রাহে বেলায়েতে পড়েছি।