আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4976

ঈদ কুরবানী

প্রকাশকাল: 14 সেপ্টে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সাত ভাগ না করে সমান চার ভাগে কুরবানি দেওয়া যাবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, চার ভাগে করলেও হবে, কম-বেশী ভাগেও হবে। তবে সর্বোচ্চ ৭ ভাগে করতে হবে, এর চেয়ে বেশী করা যাবে না।