আস-সালামু আলাইকুম। ১। কোনো অন্য ধর্মাবলম্বীর কেউ এসে যদি বলে আমি আপনার জন্য দোয়া করেছি/করি/করবো তখন তাকে আমার কি বলা উচিত? এতে আমার কোনো গোনাহ (বিশেষ করে শির্কের) হবে কিনা? সে যখন কুশল জানতে চায় তখন উত্তরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ, ভালো আছি? ২। মসজিদে উপস্থিত হয়ে দেখা গেল ফরজ সালাত শুরু হতে যে সময় আছে তাতে দুই রাকাত সুন্নত অথবা দুখলুল মসজিদ পড়া যাবে, বিশেষ করে (ফজরের সালাত) সেক্ষেত্রে কি এই দুই সালাতের নিয়ত একসঙ্গে করা যাবে? শুধু সুন্নত আদায় করে মসজিদে বসা যাবে কিনা?
ধন্যবাদ। ।