আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4972

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 সেপ্টে. 2019

প্রশ্ন

আমার ছাত্রের বাবা একটি এনজিও (কিস্তির অফিস) চালান। তার বাসায় মাঝে মাঝে কিছু খেতে দেয়। এইসব খাবার, আমার বেতন নেওয়া হালাল হচ্ছে কিনা।

উত্তর

কোন ব্যক্তির আয়ের অধিকাংশ যদি হারাম হয় তাহলে সেই ব্যক্তির থেকে কোন উপহার গ্রহন বা তার বাড়িতে খাওয়া তথা আর্থিকভাবে কোন উপকৃত হওয়া অধিকাংশ আলেম হারাম বলেছেন, অনেকে মাকরুহ বলেছেন, শায়েখ উসায়মিন ও শায়খ বিন বাজসহ কেউ কেউ জায়েজ বলেছেন। সুতরাং আপনার জন্য আবশ্যক হলো কৌশলে খাবার এড়িয়ে যাওয়া। আপনার জন্য একান্ত উচিত হলো হালাল ইনকাম করে এমন কারো সন্ধান করে তার বাচ্চাকে পড়ানো। এই ধরণের হারাম ইনকামকারীদের সব দিক দিয়ে বর্জন করা দরকার।