আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4964

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 2 সেপ্টে. 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, নন মাহরাম আত্মিয়র বাসার দাওয়াত কুবুল করা কি জায়েয? যেমন আমার খালার বাসায়?সেখানে আমার খালু এবং খালাতো ভাই আছে। সেখানে গেলে আমার হিজাব লংঘন এর আশংকা আছে এবং হিজাব পালন করা কঠিন হয়ে যেতে পারে। তাহলে দাওয়াত কুবুল না করলে কি আমার গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৌলিকভাবে নন মাহরাম আত্মিয়র বাসার দাওয়াত গ্রহন করতে বাধা নেই। তবে যদি পর্দার বিধান পালনে সমস্যা সৃষ্টি হওয়র আশঙ্কা থাকে তাহলে যাবেন না, কৌশলে এড়িয়ে যাবেন। পর্দার বিধান লঙ্ঘন হলে গোনাহ হবে, দাওয়াত খেতে না গেলে গুনাহ হবে না।