আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4961

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি আবু বকর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আমি খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি। উনার রচিত ১০টির অধিক কিতাব আমার সংগ্রহে আছে। আমি জানার জন্য প্রশ্ন করছি। আমি কিতাবগুলো মনোযোগ সহকারে পড়ি। উনার কিতাবের নিচে উদ্ধৃত সহীহ বোখারীর যে রেফারেন্স দেয়া আছে তা অনলাইন বোখারীর সফটওয়ার বা পিডিএফ ইসলামিক ফাউন্ডেশন এর হাদীস নম্বর অনুযায়ী মেলাতে পারছিনা। পাদটীকায় কীভাবে হাদীস নং দেয়া আছে। কীভাবে পিডিএফ বোখারীর হাদীসের সাথে মেলাবো? যেমন সহীহ মাসনুন ওযীফা কিতাবের ১১ পৃষ্ঠায় জেনে রাখ!….. তা অন্তঃকরণ। ১৩…… বুখারী, আস সহীহ ১/২৮….. এখন পিডিএফ ভার্ষণে ১ম খন্ড ২৮ নম্বর হাদীস অন্য বিষয়ে। কীভাবে মেলাবো আমি জানিনা। আমি ইসলামিক সহীহ ধারা অন্যান্য বইও পড়ি। তারমধ্যে উনার বইই বেশি। আমি তালিম করে অন্যদেরকেও শোনাই৷ কাল একটি কৌতুহল থেকে পিডিএফ বোখারী ও বোখারী অ্যাপ নামাই । তারপর সহীহ মাসনুন ওযীফার পাদটীকা হতে আরো কয়েকটি বোখারীর রেফারেন্স খুজি অ্যাপে । পাইনি। আমার জানার খুব আগ্রহ । বেয়াদবি নিবেননা। জানিয়ে কৃতার্থ করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। প্রতিটি বইয়ের শেষে গ্রন্থপঞ্জি আছে। সেখানে আছে তিনি কোন লাইব্রেরীর কত তম সংস্ককরণের বইয়ের রেফারেন্স দেওয়া আছে। যেমন, বুখারীর ক্ষেত্রে রাহে বেলায়াত বইয়ে লেখা আছে মুহাম্মাদ ইবনে ইসমাইল আল-বুখারী, আস সহীহ, ফতহুলবারীসহ, (বৈরুত, দারুল ফিকর)। এখন আপনাকে দারুল ফিকর প্রকানশী, বৈরুত থেকে প্রকাশিত বুখারী শরীয়ের ব্যাখ্যাগ্রন্থ ফাতাহুল বারীর সাথে হাদীসের নাম্বারগুলো মেলাতে হবে। স্যার রহি. আরবী কিতাব থেকে হাদীসের নাম্বার দিয়েছেন, সুতরাং বাংলা কিতাবগুলোর নাম্বারের সাথে না মেলাটা খুবই স্বাভাবিক। তবে একটু আগে পিছনে গেলে মেলানো সম্ভব।