ওয়া আলাইকুমুস সালাম। ভাল, দ্বীনদার ইমাম নিযুক্ত করা মসজিদ কতৃপক্ষের দায়িত্ব। আর আপনার দায়িত্ব জামাতে সালাত আদায় করা। যদি অধিকতর দ্বীনদার ইমামের পিছনে সম্ভব হয় সেখানে সালাত আদায় করবেন। সে সুযোগ না থাকলে যৌতুক নেয়া বা যে কোন পাপী ইমামের পিছনেই নামায পড়তে হবে, জামাত ত্যাগ করা যাবে না।